কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় টর্চার সেল থেকে দেশীয় অস্ত্র ও এলজিসহ সালাউদ্দিন খান নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী।
সালাউদ্দিন (৩৮) চৌদ্দগ্রাম থানার গুণবতী কালিয়াতর (বিষ্ণুপুর) গ্রামের শাহজাহান খানের ছেলে।
গতকাল রবিবার রাতে উপজেলার ফকির বাজার এলাকায় অপরাধী চক্রের একটি টর্চার সেলে অভিযান পরিচালনা চালিয়ে তাকে আটক করা হয়।
২৩ বীর সেনাবাহিনীর চৌদ্দগ্রাম স্টেশনের কর্মকর্তা মেজর মাহিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সালাউদ্দিন খানসহ স্থানীয় সন্ত্রাসীরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষকে জোরপূর্বক ধরে এনে টর্চার সেলে অমানবিক নির্যাতন চালাতো। টর্চার সেলে অস্ত্র মজুত রাখা ও নির্যাতনের অভিযোগটি আগেই আমরা পেয়েছি। পরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
গতকাল রাতে উপজেলার ফকির বাজারে রিয়াজ হুসাইন কামালের ‘লন্ডন বাড়ি’র টর্চার সেলে বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী।
এ সময় অস্ত্রসহ মূল হোতা সালাউদ্দিনকে আটক করা হয়। তবে সালাউদ্দিনের সহযোগীরা সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।
মেজর মাহিন আরও বলেন, সালাউদ্দিন স্বীকারোক্তি দিয়েছেন। 'মানুষকে টার্গেট করে টর্চার সেলে এনে জিম্মি করতেন তারা। নির্যাতন চালিয়ে আদায় করতেন অর্থ। সালাউদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC