কুমিল্লায় অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মানহীন বিভিন্ন সুইটমিট পণ্য উৎপাদনের দায়ে একটি খাদ্য কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই-এর মোবাইল কোর্ট।
সোমবার (৩০ জুন) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিসের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে বিএসটিআই বিভিন্ন ব্র্যান্ডের সুইটমিট পণ্যের গুণগত মান পরীক্ষা করে দেখতে পায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর অনুমোদন (সিএম সনদ) ছাড়াই এসব পণ্য বাজারজাত করছে।
এর ফলে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স রয়েল ফুডস ফ্যাক্টরি (সি-৭, বিসিক, কুমিল্লা)-কে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও কারখানা থেকে বিপুল পরিমাণ খালি প্যাকেট জব্দ করা হয়েছে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা।
বিএসটিআই-এর পক্ষ থেকে অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন উপপরিচালক (সিএম) কে এম হানিফ এবং সহকারী পরিচালক (সিএম) মুস্তাক আহম্মেদ।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক (মেট) আরিফ উদ্দীন প্রিয়।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC