কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ২১ জানুয়ারি রাতে থানার এসআই শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের দৌলতপুর চিশতিয়া টেক্সাটাইল মিলের মেইন গেইটের পূর্ব পার্শ্বে পরিত্যক্ত ছাঁদবিহীন বিল্ডিং এর ভিতর অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মোঃ আরিফুল ইসলাম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আরিফুল ইসলাম কুমিল্লার কোতয়ালী মডেল থানার শাসনগাছা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC