এপ্রিল ৭, ২০২৫

সোমবার ৭ এপ্রিল, ২০২৫

কুমিল্লায় মহাসড়কে বেপরোয়া গতি, জরিমানা গুনলো ৮ গাড়ি

Rising Cumilla - Reckless speeding on the highway in Cumilla, 8 vehicles fined
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন, বিআরটিএ এবং হাইওয়ে পুলিশ।

গতকাল (৩ এপ্রিল) অভিযানে ৮টি গাড়িকে অতিরিক্ত গতির জন্য মোট ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর দক্ষিণ মডেল থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত, বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. ফারুক আলম, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম এবং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুল হক।

অভিযান শেষে কুমিল্লা বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. ফারুক আলম জানান, মহাসড়কে দুর্ঘটনা কমাতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বন্ধ করতে এই অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান, ঈদের ছুটি পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।