ঈদ পরবর্তী সময়ে, মহাসড়কগুলো ফাঁকা থাকায় চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে, যার ফলে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা হাইওয়ে পুলিশ স্পিড গান ব্যবহার করে অতিরিক্ত গতির যানবাহন শনাক্ত করছে।
বেপরোয়া গতির কারণে মঙ্গলবার (০১ এপ্রিল) মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ৩ যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত আরও ২০ যাত্রী।
এছাড়া বুধবার (২ এপ্রিল) দাউদকান্দিতে বেপরোয়া গতির কারণে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে। এতে ১৫ যাত্রী আহত হয়।
কুমিল্লা দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম শেষ প্রান্ত পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কে যাত্রীবাহী বাসের গতিনিয়ন্ত্রণে বুধবার থেকে কুমিল্লা হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোঃ খাইরুল আলমের নির্দেশনায় বিশেষ উদ্যোগ নিয়েছে কুমিল্লা হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, “কিছু চালক যেন নিয়ম মানতেই চাচ্ছেন না। ফাঁকা রাস্তা পেয়ে তারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। তাই দুর্ঘটনা কমাতে আমরা স্পিড গান ব্যবহার করে দ্রুত গতিতে গাড়ি শনাক্ত করছি এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।”
কুমিল্লা হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোঃ খাইরুল আলম জানান, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে সব থানা এলাকায় অফিসার ইনচার্জদের নেতৃত্বে স্পিড গান ব্যবহার করা হচ্ছে। যারাই অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন ওই যাত্রীবাহী পরিবহনের বিরুদ্ধে আইন অমান্য করায় মামলা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সড়ক ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রবণতা এতে কমে এসেছে। মানুষের জীবন নিরাপদ করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দারা হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। চান্দিনা উপজেলার বাসিন্দা শহিদুল হক বলেন, “আমরা আশা করি, চালকেরা আরও সচেতন হবেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন।”
হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, এই অভিযান চলাকালে, বেশ কিছু যানবাহনকে অতিরিক্ত গতির কারণে জরিমানা করা হয়েছে। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে স্পিড গান ব্যবহার করে নজরদারি চালাবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC