নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় মঙ্গলবার শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

Vitamin A Plus Campaign
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন | ফাইল ছবি

কুমিল্লার ১৭টি উপজেলা ও সিটি কর্পোরেশনের ৯ লাখ ৬৭ হাজার ৫’শ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ২০২৩” উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন।

রোববার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার। তিনি বলেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ নাজমুল আলম, এমওসিএস ডাক্তার মো. মেহেদী হাসান ও মেডিকেল অফিসার ডাক্তার হুমায়রা তাবাসসুমসহ আরও অনেকে।

জানা যায়, স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে কুমিল্লায় এবার ১৭টি উপজেলা ও সিটি কর্পোরেশনের ৪ হাজার ৭০৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ১৬ হাজার ৫’শ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশু ৮ লাখ ৫১ হাজার নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ৯ হাজার ৮৬৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।