কুমিল্লার বিশিষ্ট জনদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা মতবিনিময় করেছেন।
গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, ড. মোহাম্মদ হাফিজুর রহমান ও মেহেদী হাসান এ সভায় বিভিন্ন বিষয় উত্থাপন করেন।
এ সময় বিশিষ্টজনদের কাছ থেকে জনপ্রশাসন সংস্কারের সদস্যরা বিভিন্ন পরামর্শ নেন।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সমন্বয়ক, রাজনৈতিক দলের নেতা, আইনবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিষদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় অধিকাংশ বক্তা জনপ্রশাসনকে স্বচ্ছ ও জনবান্ধব করতে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়ে মত দেন। এ ছাড়া অভিজ্ঞতার ভিত্তিতে পদায়ন, জনবান্ধব ওয়ানস্টপ সার্ভিস এবং জনপ্রশাসন মনিটরিং সেল গঠন করার মতো পরামর্শ দেন তারা।
সবার মতামত নেওয়ার পর জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, ওয়েবসাইটে সাধারণ জনগণ যেন মতামত ও অভিযোগ দিতে পারেন সে ব্যবস্থা করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হবে। সেগুলো মন্ত্রণালয় ও সচিবালয়ের সর্বোচ্চ কর্মকর্তারাও মনিটরিং করতে পারবেন।