কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস দুর্ঘটনায় কারও কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি আরও বলেন, সরকার সাধারণ মানুষের নিরাপদে রেলযাত্রা নিশ্চিত করতে চায়।
গতকাল শনিবার (২৩ মার্চ) কুমিল্লার নাঙ্গলকোট তেজের বাজারে বিজয় এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
রেলপথমন্ত্রী বলেন, ঈদের আগে রেলের ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাড়া না বাড়ানোর বিষয়ে আরও আলোচনা হচ্ছে। অতীতের চেয়ে রেল আজ আধুনিক পরিবহণ।
এ সময় রেলের পূর্বাঞ্চল বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, এটাকে নাশকতা বলব না। বিয়ারিং প্লেট গ্যাপ হওয়ার কারণেও এ দুর্ঘটনা হতে পারে। তদন্তে উঠে আসবে সঠিক ঘটনা।
চট্টগ্রাম পূর্বাঞ্চল বিভাগের প্রধান প্রকৌশলী জাফর মিঞা বলেন, আমাদের ৬ থেকে ৭ কিলোমিটারের মধ্যে একেকটা গ্যাং করা আছে। একজন মিস্ত্রী থাকে, যাকে আমরা ম্যাক বলি থাকে। আর ডাবল লাইন থাকলে দুজন চাবি ওয়ালা (কিম্যান)। ১০-১১ জন ওয়েম্যান থাকে। প্রতিদিনের কাজ হচ্ছে চাবিওয়লারা তাদের এরিয়া পায়ে হেঁটে ১ জন আপলাইন অপরজন ডাউনলাইন পর্যবেক্ষণ করবে। তারা প্রতিটি পিলার ও নাট দেখবে। ওইদিন মিস্ত্রী ছুটিতে ছিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের রেলপথবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সদস্য গাজী শফিকুর রহমান, সদস্য নুরুন নাহার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার সাহাদাত আলী, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার (১৭মার্চ) নাঙ্গলকোটের ঢালয়া ইউনিয়নের হাসানপুর রেল স্টেশনের অদুরে শিহর-উরকুটি নামকস্থানে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫জন আহত হয়েছে।