কুমিল্লায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু হয়েছে। এ সময় পিকআপচালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৬ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ঝর্ণা বেগম (২৯)। নিহত ঝর্ণা বেগম জেলার চান্দিনা উপজেলার নুরপুর গ্রামের আল-আমিনের স্ত্রী।
পুলিশ সূএে জানা যায়, ঝর্ণা বেগম চট্টগ্রাম থেকে বাসার মালামাল নিয়ে পিকআপযোগে বাড়িতে ফিরছিল। বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাটিয়া এলাকায় পৌছলে কুমিল্লা অভিমুখী ওই পিকআপকে পিছন দিক থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।
এতে পিকআপে থাকা ওই নারী যাত্রীসহ তিনজন গুরুতর আহত হন। পরে আশঙ্কা কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহত ঝর্ণা বেগমের মরদেহ থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনা কবলিত দুটি যানবাহন আটক করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC