রবিবার ২৪ আগস্ট, ২০২৫

কুমিল্লায় বাবা-মা ও দুই সন্তান নিহত: উল্টো পথে আসা সেই বাস জব্দ

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Parents and two children killed in Comilla-Bus coming from opposite direction seized
কুমিল্লায় বাবা-মা ও দুই সন্তান নিহত: উল্টো পথে আসা সেই বাস জব্দ/ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় পদুয়ার বাজার ইউটার্নে সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও দুই সন্তান নিহতের ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাসটিকে জব্দ করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) দুপুরে দেবিদ্বার উপজেলার খাদঘর মানামা হোটেলের সামনের মাঠ থেকে বাসটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। তিনি জানান, শুক্রবার দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে বাসটিকে শনাক্ত করা হয়। সিসিটিভিতে দেখা যাচ্ছিল, হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে চলাচল করার কারণেই সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের উপর উল্টে পড়ে, তারপর ওই দুর্ঘটনাটি ঘটেছিল।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজারে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নে সিমেন্ট বাহি লরির নিচে প্রাইভেট কার চাপা পরে একই পরিবারের চারজন নিহত হয়।

এছাড়াও একই সময়ে ওই লরির সামনের অংশের নিচে চাপা পড়ে সিএনজির তিন যাত্রী আহত হয়। নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী(৮০), তার স্ত্রী নুরজাহান বেগম(৬৫), তার৷ বড় ছেলে আবুল হাশেম (৫০)ও ছোট ছেলে আবুল কাশেম(৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

এ ঘটনায় নিহত ওমর আলীর ছোট ভাই আবুল কালাম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় কাভার্ড ভ্যান ও হানিফ পরিবহনের বাসের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়।

আরও পড়ুন