নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় বাংলাদেশি পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

Rohingya youth detained in Cumilla to apply for Bangladeshi passport
ছবি: সংগৃহীত

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ঘোড়াশাল গ্রামের ভুয়া পরিচয়ে জন্ম নিবন্ধন বানিয়ে বাংলাদেশি পাসপোর্ট করতে এসে আটক হয়েছে ইয়াছিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবক।

গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস এ ঘটনা ঘটে। শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা জানায়, মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল ৪ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে হিসেবে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন রোহিঙ্গা যুবক ইয়াছিন। তার সাথে কথা বলে সন্দেহ হলে নাম-ঠিকানা জিজ্ঞেস করা হয়।

এ সময় সে সঠিকভাবে তার নাম-ঠিকানা বলতে পারেননি। পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক ইয়াছিন জানায়, সে মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে। মিয়ানমার থেকে গত ২০ দিন আগে বাংলাদেশে আসার পর কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৯ থাকতো। মিয়ানমারের বলিবাজারে থাকা তার চাচাতো ভাই ওসমান কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন মদিনা ট্রাভেলসের হাসান মাহমুদ ও মোশাররফ নামে ২ দালালের কাছে পাসপোর্ট করার কন্টাক্ট দেয়।

পরে কন্ট্রাক্ট অনুযায়ী হাসান মাহমুদ ও মোশাররফ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোরারশাল গ্রামের ভুয়া ঠিকানায় রোহিঙ্গা যুবক ইয়াছিনের সকল কাগজপত্র তৈরি করে দেয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ৃয়া জানান, এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। পাশাপাশি এই রোহিঙ্গা যুবক কীভাবে জন্মসনদ পেয়েছেন, সে বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।