বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি ও সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল কুমিল্লার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ হতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আনন্দ শোভাযাত্রাটি শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সমাজ সেবী পাপরী বসু,সাবেক জেলা কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, নাট্যকার শাহাজাহান চৌধুরী, উদিচী শিল্প গোষ্ঠীর সভাপতি শেখ ফরিদ, কুমিল্লার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ নগরীর বরেণ্য ব্যক্তিবর্গ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC