ফিলিস্তিনে চলমান গণহত্যা, নির্মম ধ্বংসযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে গতকাল মঙ্গলবার কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কুমিল্লা মহানগরী।
এ কর্মসূচির মাধ্যমে ফুলকুঁড়ি আসর কুমিল্লা মহানগরীর পক্ষ থেকে বিশ্বব্যাপী শান্তির আহ্বান এবং ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানানো হয়।
এ মানববন্ধনে ফুলকুঁড়ি আসরের সদস্যরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে ফিলিস্তিনের শিশুদের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানান।
গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ফিলিস্তিনে চলমান ধ্বংসযজ্ঞে গত ১৭ মাসে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার শিশু নিহত হয়েছে।
গাজা মিডিয়া অফিসের তথ্যমতে. গত ২০ দিনে ৪৯০ জন শিশু নিহত হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার তথ্যমতে ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু হতাহত হয়েছে।
ফুলকুঁড়ি আসর মনে করে, পৃথিবীর যে কোনো প্রান্তে শিশুদের উপর অব্যাহত নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ। ফুলকুঁড়ি আসর চায় ফিলিস্তিনে সকল প্রকার শিশু নির্যাতন, শিশু হত্যা, গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ বন্ধ হোক এবং শিশুদের জন্য ফিলিস্তিন একটি নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে উঠুক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC