কুমিল্লায় প্রবাসী ও প্রবাসীদের পরিবারকে আইনগত সহায়তা দিতে পুলিশ সুপারের কার্যালয়, কুমিল্লায় স্থাপন করা হয়েছে ‘প্রবাসী কল্যাণ সেল’।
পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) বলেন, প্রবাসীদের সমস্যার সমাধানে কাজ করতে ২৪ ঘণ্টা কল সেন্টার চালু করা হয়েছে। কুমিল্লা যেহেতু দেশের প্রধান একটি প্রবাসী এলাকা। তাই প্রবাসীর পরিবারের সদস্য ও স্বজনদের সহায়তা দিতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
বিদেশে অবস্থানরত জেলার যেকোনো ব্যক্তি বা কুমিল্লায় অবস্থানরত প্রবাসী পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা ‘প্রবাসী কল্যাণ সেল’-এর মোবাইল নম্বর ০১৭২০-১১৩৯৪৪ তে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
এই উদ্যোগটি প্রবাসী ও প্রবাসীদের পরিবারের সদস্য ও স্বজনদের জন্য একটি বড় সুবিধা। এই সেলের মাধ্যমে তারা সহজেই আইনগত সহায়তা পেতে পারবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC