জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন হলো “লুমিনাস চাইল্ড একাডেমি। এটি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত।
স্কুল সূত্রে জানা যায়, একঝাঁক প্রবাসী বাংলাদেশি যারা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন তাদের উদ্যোগে এলাকার শিক্ষারমান উন্নয়ন করার লক্ষ্যে এই লুমিনাস চাইল্ড একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে৷
বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) দুপুরে “লুমিনাস চাইল্ড একাডেমি” কিন্ডারগার্টেন স্কুল উদ্বোধন করা হয়েছে। অত্র স্কুলের সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রভাষক মোঃ মনির হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। স্কুলের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান ও স্কুলের সদস্য তোফাজ্জল হোসেনের যৌর্থ পরিচালনায় উদ্বোধনী করেন দৈনিক বণিক বার্তা’র সহ সম্পাদক ও লেখক সাবিদিন ইব্রাহিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামাল উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্থাপক মো: আব্দুল হালিম, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ, ইউপি সদস্য আবদুল কুদ্দুস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সদস্য বাসির উদ্দিন, শামীম মিয়া, মো: নাঈম প্রমূখ।
এসময় উপস্থিত বক্তারা আধুনিক শিশু শিক্ষার মান নিয়ে পথচলা প্রতিষ্ঠান টি এবং পরিচালনা পর্ষদের সদস্যদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করেন৷