কুমিল্লায় পুলিশ, সেনাবাহিনী ও নৌবাহিনীতে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে দালাল নজরুল ইসলামসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এই প্রতারক চক্রের সদস্যদের ধরা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মূলহোতা নজরুল ইসলাম (৫৪) বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে পুলিশ, সেনা ও নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার কমপক্ষে ৯টি মামলা রয়েছে গভীর রাতে অভিযান চালিয়ে কুমিল্লা নগরীর চানপুর প্রফেসর গলি এলাকা থেকে নজরুলকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, একই অভিযানে আরও ১২ জন সন্দেহভাজনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত এই ১৩ জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC