কুমিল্লার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। শনিবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন।
তিনি বলেন, পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে পুলিশ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যে কোন প্রয়োজনে পুলিশকে তথ্য দিলে, সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন, অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা আহাম্মদ সনজুর মোরশেদ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC