কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে একটি মিছিল বের করা হয়। এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে।
ওসি সেলিম আরও বলেন, "জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে এই মিছিল করা হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ৩০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এই মামলার ভিত্তিতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।"
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC