কুমিল্লার সংস্কৃতি অঙ্গনে আজ নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী।
বৃহস্পতিবার (৮ মে) দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মুখরিত ছিল কবিপ্রেমীদের পদচারণায়।
সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, বিশিষ্ট গবেষক ও লেখক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, গবেষক শ্যামপ্রসাদ ভট্টাচার্য, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাংবাদিক ও লেখক মোতাহের হোসেন মাহাবুব, ক্রীড়া ও যুব বিভাগ সভাপতি নজির আহমেদ, এবি পার্টি জেলা মহানগর সদস্য সচিব গোলাম মোহাম্মদ সামদানী, এবং জাসাস সভাপতি মনজুরুল আলম ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নজরুল ইনস্টিটিউটের জেলা কর্মকর্তা মো. আল আমিন হোসেন।
আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের বিভিন্ন দিক এবং বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যটি বক্তাদের আলোচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC