কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নানার বাড়িতে ঝুলন্ত অবস্থায় এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মক্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শামীম ইসলাম আপন (১০)। সে উপজেলার মক্রবপুর গ্রামের হাজী বাড়ির নজরুলের ছেলে। সে নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, তিনি অটোরিকশায় করে গ্রামে-গ্রামে বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি করেন। সন্ধ্যায় বাড়ি এসে ছেলের কথা জিজ্ঞাসা করলে তার স্ত্রী জানায় ছেলে পড়ছে। এ সময় তার ফুফু জোসনা বেগম তাকে বলে তোর ছেলে ঝুলে আছে কেন। তিনি ছেলের কাছে গিয়ে দেখি কাপড় শুকানোর রশির সঙ্গে তার মায়ের ওড়না পেঁচানো মাটির সঙ্গে পা লাগা অবস্থায় ঝুলে আছে। তিনি ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার বলে তার ছেলে মারা গেছে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমারজেন্সি মেডিকেল অফিসার মোহাম্মদ আরিফ বলেন, শিশুটিকে তাদের কাছে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার গলায় সামান্য দাগ দেখা গেছে।
নাঙ্গলকোট থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, শিশু মৃত্যুর বিষয়ে তাদেরকে কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC