কুমিল্লায় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত প্রথম মহিলা নবাব নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর ১২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান।
এ উপলক্ষে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ১০টায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবাব ফয়জুন্নেছার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন।
পরে বিদ্যালয় প্রাঙণে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদ আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, গবেষক ও লেখক অ্যাডভোকেট গোলাম ফারুক, বিশিষ্ট সাংবাদিক আবুল হাসানাত বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, নবাব ফয়জুন্নেছা পরিবারের সদস্য এস এম মাহফুজুল হক, কবি ও লেখক বেগম ফাতেমা আলি, নারীনেত্রী রোটারিয়ান দিলনাশী মোহসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল আলম, ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন।
১৮৩৪ সালের ২৮ মে কুমিল্লা জেলার লাকসাম থানার পশ্চিমগাঁও জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন ফয়জুন্নেছা চৌধুরানী। ১৮৮৯ সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া তাকে নবাব উপাধিতে ভূষিত করেন। তিনি ১৯০৩ সালের ২৩ সেপ্টেম্বর লাকসামের পশ্চিমগাঁওয়ের বাড়িতে মারা যান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC