কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের নিমিত্ত সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
কুমিল্লার ডিসি ও এসপি শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা আনসার কমান্ডার এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার পূজামণ্ডপ কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি পূজার সময় কঠোর নিরাপত্তা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি নিশ্চিত করেন যে, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব নিশ্চিত করতে জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে, পুলিশ সুপার পূজা মন্ডপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার এবং ভলান্টিয়ার মোতায়েন করার আহ্বান করেন। সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিয়মিত মনিটরিং করার অনুরোধ করেন। নারী-পুরুষের জন্য আলাদা প্রবেশপথ ও সুশৃঙ্খল সারিবদ্ধতা নিশ্চিতকরণ।
পুলিশ সুপার আরও আশ্বাস দেন যে, পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC