শারদীয় দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে কুমিল্লায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির।
গত শনিবার (৫ অক্টোবর) বিকেলে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে নিরাপত্তা পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “শারদীয় দূর্গা পূজার যেন কোনো উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে।”
কর্ণেল রেজাউল কবির আরও বলেন, “সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। মাদক চোরাচালান রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে পূজাকে ঘিরে আরও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ”
কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে ১২২টি পূজা মণ্ডপে ৮২ প্লাটুন বিজিবি সদস্য নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে। তিনি সকল ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হওয়া যে কোনো গুজবে কান না দেওয়া।”
এ সময় কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন, উপ অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারি পরিচালক মোঃ ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন চক্রবর্তীসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC