বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে বাকপ্রতিবন্ধী বাবা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

ছবি: প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় দুই বাকপ্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মনু মিয়া (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধী বাবা।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৯ জুন) সকালে উপজেলার তুলাকান্দি এলাকায়। বিষক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু হলেও মনু মিয়া বেঁচে আছেন এবং বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত দুই মেয়ে হলো ১০ বছর বয়সী মনিরা এবং ৬ বছর বয়সী ফাতিহা।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনু মিয়া এবং তার দুই মেয়ে, তিনজনই বাকপ্রতিবন্ধী। ঘটনার সময় নিহতদের মা হাসিনা বেগম রান্নাঘরে নাস্তা তৈরি করছিলেন।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের পরিবারের অসচ্ছলতা, অভাব-অনটন এবং শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে হতাশা থেকেই মনু মিয়া দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয়রা আরও জানান, বাকপ্রতিবন্ধী হওয়ায় মনু মিয়া দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে পারছিলেন না। এর ওপর দুই মেয়েও ছিল বাকপ্রতিবন্ধী। এই সম্মিলিত চাপে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সরফরাজ হোসেন খান জানান, সকাল ৮টার দিকে মনু মিয়া এবং তার দুই মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে আনার আগেই মনিরা ও ফাতিহার মৃত্যু হয়েছিল। পরে তাদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তিতাস থানার ওসি মো. শহীদ উল্লাহ বলেন, “নিহত দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন