কুমিল্লা নগরের ভিক্টোরিয়া কলেজ এলাকার জম-জম টাওয়ারের তিনটি খাবারের প্রতিষ্ঠান জম-জম ক্যান্টিন, ক্যাফে কর্নার এবং গোল্ডেন স্পুন চাইনিজ রেস্টুরেন্টের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।
সোমবার (২১ জুলাই ২০২৫) অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো পণ্যের নির্ধারিত মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি করছে।
পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা ক্যাবের সাধারণ সম্পাদক মো. মাসাউদ আলম, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC