ডিসেম্বর ৩, ২০২৪

মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় তিন বাস-মোটরসাইকেলসহ এক রেস্টুরেন্টকে নগদ অর্থ জরিমানা

RisingCumilla.Com - In Cumilla three bus-motorcycles and one restaurant were fined cash
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তিন বাসগাড়ি, দুই মোটরসাইকেল ও এক রেস্টুরেন্টকে নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে কুমিল্লা-মিরপুর সড়কে ও সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নানা অনিয়মের অভিযোগ ও যানযট নিরসনের লক্ষ্যে এসব যানবাহন ও রেস্টুরেন্টকে বিভিন্ন অংকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।

এছাড়া জেলা মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছ, ব্রাহ্মণপাড়া সদর এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে অভিযান পরিচালনার সময় একটি রিয়েল কোচ,একটি সততা ও একতা বাসের চালককে মোটরযান আইনে ৫ হাজার করে ১০ হাজার, ফারজানা ট্রান্সপোর্ট বাসের চালককে একই আইনে ৭ হাজার, দুটি মোটরসাইকেল আরোহীকে ৫শ করে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলা সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় বিসমিল্লাহ হোটেল এন্ড হালিম কর্নার (মাওলা হোটেল) মালিককে ভোক্তা অধিকার আইনে ৮ হাজারসহ মোট ২৬ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত আছে।