কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ট্রেনে কাটা পড়ে বিপ্লব সরকার (২৯) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলা বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে প্রাথমিকভাবে জানা গেছে তার নাম বিপ্লব সরকার। তিনি চাঁদপুর জেলার মতলব থানার লালচরি গ্রামে বাসিন্দা।
নাঙ্গলকোট রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার লোকমান হোসেন বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন ৮টা ১৭ মিনিটে এবং চট্টগ্রাম থেকে জামালপুরগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ৮টা ৪২ মিনিটে নাঙ্গলকোট রেলস্টেশন অতিক্রম করে। এর কিছুক্ষণ পর আপলাইনে এক যুবকের লাশ পড়ে আছে বলে খবর পাই। পরে বিষয়টি লাকসাম রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC