ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে কোরবানির গরু বহনকারী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন দুইজন। একই সঙ্গে ট্রাকে থাকা দুটি গরুও মারা গেছে।
আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রাসেল নামে এক গরু ব্যবসায়ীর পরিচয় পাওয়া গেছে। তবে নিহত অন্যজনের নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম।
এ বিষয়ে মঞ্জুরুল আলম বলেন, রাজধানী ঢাকা থেকে ১৭টি গরু নিয়ে কুমিল্লার লাকসামের দিকে যাচ্ছিল একটি ট্রাক। কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিল তারা। ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাক থেকে ছিটকে পড়ে গরুগুলো।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় দুটি গরু মারা গেছে। আরও ১৫টি গরু স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC