কুমিল্লা-৬ (সদর, সিটি কর্পোরেশন, সেনানিবাস) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার টিআর, কাবিটা ও ঐচ্ছিক তহবিলের প্রায় দেড় কোটি টাকার অনুদানের চেক বিতরণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে অনুদানের এ চেক বিতরণ করেন তিনি।
কুমিল্লা সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় টিআর এর ৫১টি প্রকল্পের ৭১ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকার চেক, কাবিটার ৬১টি প্রকল্পের ৭৩ লাখ টাকার চেক এবং ৪১ জন অসহায় পরিবারের সদস্যের মাঝে ঐচ্ছিক তহবিলের আর্থিক অনুদানের ২ লাখ ১১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনেয়ারা বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল ইসলাম, কালিরবাজার ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম সিআইপি, দুর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC