কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের এক সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৭ লাখ ৭ হাজার ৮০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল। এই দলের নেতৃত্ব দেন কুমিল্লা ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট।
এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানও উপস্থিত ছিলেন।
অভিযানের সময় ট্রেন থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ছিল ১৫৮ বোতল অলিভ অয়েল, ১,১২০ পিস ডেরোবিন ক্রিম, ৮৬০ পিস স্কিন সাইন ক্রিম, ১,৩৩০ পিস জনসন বেবি লোশন এবং ৩ লাখ ৪০ হাজার ৬০০ পিস বিভিন্ন প্রকার আতশবাজি।
এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব মালামাল যথাযথ আইনি প্রক্রিয়া মেনে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC