"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় আজ জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়, যেখানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
দিবসটি উপলক্ষে কুমিল্লা আদালত প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
র্যালীতে কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এবং কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সকলের কণ্ঠে ছিল আইনি সহায়তার গুরুত্ব এবং শান্তিপূর্ণ সমাধানের বার্তা।
র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা আইনি সহায়তার প্রয়োজনীয়তা এবং আইনি জটিলতা নিরসনে লিগ্যাল এইডের ভূমিকার ওপর আলোকপাত করেন।
এছাড়াও, সাধারণ মানুষকে আইনি পরামর্শ ও সহায়তা প্রদানের বিষয়ে বিস্তারিত জানানো হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং আইনি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC