কুমিল্লায় আন্ত:জেলা ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইকৃত অটোরিক্সা ও মোবাইল উদ্ধার করা হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার টমছমব্রীজ কমার্স কলেজের সামনে থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ রাজিব (২৫), রিয়াদ ওরফে পাখি (২২), আল আমিন (৩০)
ডিবি পুলিশ সূত্রে জানা যায়- গত ১৭ জানুয়ারী বিকালে মোঃ আবুল হাসেম (৪৫) জীবিকার তাগিদে তার অটোরিকশাটি নিয়ে বের হয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা একাধিকবার তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পায়। তার পরিবার গত ১৮ জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওতে দেখতে পায় মোঃ আবুল হাসেম (৪৫) লালমাই থানার ১নং বাগমারা উত্তর ইউপিস্থ কুমিল্লা টু নোয়াখালী মহাসড়কের ব্রীজের পূর্ব পাশে জমিতে মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে পড়ে রয়েছে। স্থানীয় লোকজন চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গত ১৯ জানুয়ারী মোঃ আবুল হাসেম (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিআই'তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। ছিনতাইকারীরা মোঃ আবুল হাসেম (৪৫) সাথে থাকা একটি অটোরিকশা মোবাইল ফোন নিয়ে চলে যায়।
পরে তার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা শাখা ও লালমাই থানার একটি চৌকস টিম এর নেতৃতে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি মোবাইল ফোনটি সনাক্ত করে এবং সোমবার রাতেসদর দক্ষিণ থানাধীন টমছম ব্রিজ কমার্স কলেজের সামনে হতে ৩ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
ওসি আব্দুল্লাহ বলেন- অটোরিক্সা চালককে মারধর করে তার মোবাইল অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারী রিয়াদ ওরফে পাখি এর নিকট হতে মোবাইল ফোনটি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে মোঃ রাজিব (২৫) ও আল আমিন(৩০) দ্বয়ের দেওয়া তথ্য মতে মিশুক গাড়ীটি চৌদ্দগ্রাম থানার গোবিন্দপুর বাজারে আমির হোসেন এর গ্যারেজ হতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC