নভেম্বর ২৮, ২০২৪

বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, নতুন কেন্দ্র ১১৬টি

Final polling station list released in Cumilla, 116 new stations
কুমিল্লায় চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, নতুন কেন্দ্র ১১৬টি। ছবি: সংগৃহীত

কুমিল্লায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ১২৫টি আপত্তির মধ্যে ৫৯টি আমলে নেওয়া হয়েছে। আর বাতিল করা হয়েছে ৬৬টি আবেদন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটি এ তালিকা প্রকাশ করে।

এর আগে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৬ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। এরপর এ বিষয়ে ৩১ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত আপত্তি গ্রহণ করা হয়। কুমিল্লার ১৭টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ১২৫টি আপত্তি জমা পড়ে। শুধুমাত্র কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কোনো অভিযোগ জমা পড়েনি। আপত্তির ওপর ৭ ও ১০ সেপ্টেম্বর শুনানি হয়। শুনানি শেষে ৬৬টি আপত্তি বাতিল করা হয় এবং ৫৯টি আপত্তি গ্রহণ করা হয়।

এবার নতুন ভোটকেন্দ্র বেড়েছে ১১৬টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ভোটকেন্দ্র ১ হাজার ৪৩৪টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল ১ হাজার ৩১৮টি। জেলায় ভোটার ৪৬ লাখ ৭২ হাজার ৩২৯। এবার ভোটকক্ষ ৯ হাজার ৩৮৮টি, একাদশ নির্বাচনে ছিল ৭ হাজার ৫৭৮টি।

এদিকে খসড়া ভোটকেন্দ্রের তালিকায় কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র বাতিল করে আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়। এরপর ২৬ আগস্ট সোনাইমুড়ি ভোটকেন্দ্র বাতিলের প্রতিবাদে সোনাইমুড়ি বাজারে বিক্ষোভ করেন এলাকাবাসী। একই সঙ্গে ২৯ আগস্ট জেলা নির্বাচন কার্যালয়ে আপত্তি জানায়। পরে জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটির সদস্যরা সরেজমিন আদ্রা ও সোনাইমুড়ি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এতে কমিটি আদ্রা ভোটকেন্দ্রে ৪ হাজার ৮৩ ভোট নেওয়ার অবকাঠামো নেই বলে মতামত দেয়।