দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠানের অংশ গ্রহণে কুমিল্লার স্টেশন ক্লাবে গতকাল বুধবার শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫। এতে ছোট-বড় মিলিয়ে প্রায় ১২০টিরও বেশি স্টল রয়েছে।
আজ বৃহস্পতিবার সরেজমিন মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ক্রেতাদের নজর কাড়তে নানা ধরনের পণ্য বিশেষ করে শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, জুতা, কসমেটিকস সামগ্রী, পাজামা, খাবারজাতীয় পণ্য, ক্রোকারিজসহ সংসারের নিত্যপণ্য দিয়ে স্টল সাজিয়েছেন বিক্রেতারা।
অন্যদিনের তুলনায় বেচাকেনাও ভালো বলে জানান বিক্রেতারা। দেখেশুনে প্রয়োজনীয় পণ্য কেনায় ভিড় করছেন বিভিন্ন স্টল গুলোতে। বেচা-বিক্রিও বেশ জমে ওঠেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে বিভিন্ন অফার ও পণ্যছাড়।
মেলা ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য ও গৃহস্থালি পণ্যেরই চাহিদা বেশি। মেলার বিভিন্ন দোকানে ২০ টাকা থেকে ১০০০ টাকায় ক্রোকারিজ পণ্য বিক্রি করতে দেখা গেছে।
এছাড়া বিভিন্ন অ্যালমুনিয়ামের বাসনের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো।
এদিকে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন মার্কেট ও শোরুমে নিত্যপণ্যের দাম বেশি। এছাড়া নকল ও নিম্নমানের পণ্যের ভয় আছে। কিন্তু বাণিজ্য মেলায় পণ্য বিশেষ ছাড়ে পাওয়া যায়। তাই খরচ কমাতে প্রয়োজনীয় জিনিসপত্র বেশি কিনছেন। বিলাসবহুল বা কম প্রয়োজনীয় পণ্য কম কিনছেন বলে জানান বিক্রেতারা।
আবার এর উল্টো কথাও বলছেন কেউ কেউ। অনেক ক্রেতা অভিযোগ কর বলেন বিগত বছরগুলোর তুলনা দাম কিছুটা বেশি। তবে দীর্ঘ চার বছর পর মেলা অনুষ্ঠিত হওয়ায় খুশি অনেকেই।
কুমিলারর চান্দিনা থেকে আসা শরিফ হোসেন রাইজিং কুমিল্লাকে বলেন, মেলায় বিক্রিতব্য পণ্যের মধ্যে নতুনত্ব কিছুই নেই। এখানে যা যা আছে তার সবকিছুই বাসার নিকটস্থ বিভিন্ন মার্কেটে পাওয়া যায়। নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের শোরুম ছাড়া দোকানিদের বেশি দাম হাঁকার ব্যাপারেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে বাণিজ্যিক মেলার ব্যবস্থাপক বিল্লাল হোসেন জানান, এবার বাণিজ্য মেলায় ১২০টিরও বেশি স্টলে রয়েছে, বিশেষ করে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত খাদি, বাটিক, কারু ও মৃতশিল্পসহ দেশী-বিদেশি নানা পণ্য নিয়ে মেলার আয়োজন। দীর্ঘ চার বছর পর এই মেলায় আয়োজন করতে পেরে ভালো লাগছে।
এক স্টলের বিক্রয়কর্মী বলেন, ‘ঘর সাজানো নানা উপকরণ, শতরঞ্জি বিক্রি হচ্ছে বেশি। আমরা কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, তবে পণ্যের দাম বেশি রাখছি না। মেলাতে ভালোই সাড়া পাচ্ছি।’
নগরীর রানীর দীঘি পাড় থেকে আসা সুমাইয়া আক্তার রাইজিং কুমিল্লাকে বলেন, ‘পরিবার নিয়ে মেলায় এসেছি। দীর্ঘ চার বছর পর মেলা হচ্ছে। কিছু ক্রোকারিজ পণ্য কিনেছি। আশা রাখি আগামীতে আরও বড় আকার করে এ বাণিজ্য হবে।’