কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজে বৃহস্পতিবার গভীর রাতে শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে।
কলেজের শিক্ষক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার পর এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার পর শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন। এরপর রাত ২টার দিকে বিকট শব্দে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলা হয়েছে।
গুণবতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ জানান, ফুল দেওয়ার পর তারা চলে যাওয়ার পরই গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছেন। কারা ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC