গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় নতুন করে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি বা কারো মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে।
সোমবার (১৪ জুলাই) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় মাত্র ১৬টি কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে, যার সবকটিই নেগেটিভ এসেছে। চলতি বছর (২০২৫ সাল) জেলায় এ পর্যন্ত মোট ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। সর্বমোট ৩৫৩টি নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার দাঁড়িয়েছে ৬.৭৯ শতাংশ।
এদিকে, ডেঙ্গু পরিস্থিতি ভিন্ন চিত্র দেখাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে, চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৯ জনে। বর্তমানে ২৫ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও, চলতি বছর ডেঙ্গুতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC