নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আতঙ্ক, আটক ৩

Clash of two groups of juvenile gangs in Cumilla, panic, 3 arrested
ছবি: সংগৃহীত

শুক্রবার বিকেলের দিকে কুমিল্লা নগরীর সার্কিট হাউসের সামনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র হাতে মহড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করে। এ ঘটনায় উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় একের পর এক ককটেল বিস্ফোরণে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি করে।

স্থানীয় একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার সার্কিট হাউস মোড়ে প্রকাশ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে দুই কিশোর গ্যাং। দুই গ্রুপে অন্তত ১০০ জন কিশোর অস্ত্র প্রদর্শন ও ইটপাটকেল নিক্ষেপ করে।

কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, সংঘর্ষের পরেই আমরা তিনজনকে আটক করেছি। কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে। যাদের আটক করা হয়েছে তাদের বয়স ১৮ বছরের নিচে।
এ ঘটনায় আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়াও বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে এই গ্রুপ দুটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সার্কিট হাউজ এলাকার বাসিন্দা মামুন মিয়া বলেন, চোখের সামনে দুই শতাধিক ছেলে বিভিন্ন অস্ত্র নিয়ে কান্দিরপাড় সড়কের দিকে অবস্থান নেয়। অন্যদিকে, সার্কিট হাউজ মোড়ে পুলিশ বক্সের সামনে আরেকটি গ্রুপ এসে প্রায় বিশটি ককলেট বিস্ফোরণ ঘটায়। পরে দুই গ্রুপ একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। সবার হাতে দেশি অস্ত্র ছিল। পুলিশ আসলে সবাই পালিয়ে যায়।