জানুয়ারি ২৯, ২০২৫

বুধবার ২৯ জানুয়ারি, ২০২৫

কুমিল্লায় কলিকাতা হারবালকে দশ হাজার টাকা জরিমানা

Rising Cumilla - Calling Saudi Arabia to deposit funds in Bangladesh Bank.webp
ছবি: সংগৃহীত

অবৈধ বিজ্ঞাপন প্রচার ও চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে কুমিল্লায় ‘কলিকাতা হারবাল’ নামে একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে জানানো হয়েছে পরবর্তী নির্দেশনা না মানলে সিলগালা করা হবে। 

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে অবস্থিত এই প্রতিষ্ঠানে আজ সোমবার (২৮ অক্টোবর) কুমিল্লা সদর দক্ষিণ সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দ রেফাঈ আবিদ জানান, ‘কলিকাতা হারবাল নামক ওই প্রতিষ্ঠানটি অবৈধ বিজ্ঞাপন দিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা করছিল। অপচিকিৎসা ও রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না মানলে সিলগালা করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’