কুমিল্লায় "পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি, কুমিল্লার সহযোগিতায় জেলা পুলিশ কুমিল্লার আয়োজনে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নানা আয়োজনে উদযাপন করা হয় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩।
আজ শনিবার (৪ নভেম্বর) নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সকলের উপস্থিতিতে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ এর উদ্বোধন করেন সম্মানিত পুলিশ সুপার কুমিল্লা জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) সহ আমন্ত্রিত অতিথিগণ।
এরপর একটি র্যালী ঈদগাহ থেকে শুরু হয়ে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।
পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল মান্নান বিপিএম (বার), পুলিশ সুপার কুমিল্লা মহোদয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব খন্দকার মুঃ মুশফিকুর রহমান, কুমিল্লা জেলা কুমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সম্মানিত সভাপতি জনাব প্রফেসর আমির আলী চৌধুরী, কমিউনিটি পুলিশিং কুমিল্লার সম্মানিত সহ-সভাপতি বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জনাব একেএম জহিরুল ইসলাম, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কুমিল্লা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দগণ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ও সর্বস্তরের বিশিষ্টজন।
পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য কুমিল্লাদ্বয়ের মাঝে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সভায় আমন্ত্রিত অতিথিগণ বক্তব্য ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে বলেন, পুলিশ জনতার মেলবন্ধনে অপরাধ দমন ও জনশৃঙ্খলা নিশ্চিতপূর্বক আমরা সবাই মিলে গড়বো নিরাপদ ও স্মার্ট কুমিল্লা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC