কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতিত্ব করেছেন কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম ও খতিব হাফেজ মুফতি মাওলানা শাহ ইব্রাহীম আল-কাদেরী।
এর আগে সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে কুমিল্লা ঈদগাহ ময়দানে সরেজমিন দেখা গেছে, নামাজ আদায়ের জন্য ঈদগাহের মূল ফটকের সামনে মানুষের সারি। হাজারো মুসল্লি সারিবদ্ধভাবে ঈদগাহে ঢুকছেন। নামাজের নির্দিষ্ট সময়ের আগেই জাতীয় ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায়।
এই ঈদের জামাতে অংশ নিতে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হন। ঈদগাহ ময়দানে প্রায় ২০ হাজার মানুষ নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। এর বাইরেও রাস্তায় আরও কয়েকগুণ মানুষ নামাজ আদায় করেন।
[caption id="attachment_33375" align="alignnone" width="1200"] কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত/ছবি: রাইজিং কুমিল্লা[/caption]
এ সময় জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ জামায়াতে অংশ নেন।
অন্যদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ঈদুল ফিতরের অন্যান্য মসজিদের জামাত ইসলামী ফাউন্ডেশন কুমিল্লার দেয়া সময়ে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC