ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বুধবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

কুমিল্লায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে শিশু খাদ্য উৎপাদন, গুণলেন জরিমানা

Baby food production in Comilla is going on in an unhygienic and dirty environment, fines imposed
ছবি: প্রতিনিধি

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকায় এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।  

বুধবার (১২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই  জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

বিএসটিআই জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে গুণগতমান যাচাই ব্যতীত শিশু খাদ্য সফট ড্রিংকস পাউডার ও চিপস পণ্য উৎপাদন এবং বিএসটিআই হতে গুণগতমান সনদ গ্রহণ না করে উক্ত পণ্যসমূহের মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মান চিহ্ন ব্যবহারের অপরাধে মেসার্স জান্নাতুল ফুড প্রোডাক্টস, বিসিক, কুমিল্লা কে বিএসটিআই আইন’ ২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক  ২৫,০০০/- টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আবদুল্লাহ আল নুর আশেক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা, ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম) আরিফ উদ্দীন প্রিয় পরিদর্শক (মেট)।