নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় অস্ত্রের লাইসেন্স নবায়নের সময় বাড়ল

armas
গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেটের আওতাধীন সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের জন্য লাইসেন্স নবায়নের সময়সীমা ২০২৩ সালের জন্য ১৫ মার্চ ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আজ সোমবার (৪ মার্চ) জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নবায়নের শর্তাবলী:

  • লাইসেন্স নবায়ন ফি:
    • ব্যক্তি পর্যায়ে পিস্তল/রিভলবার: ১০,০০০ টাকা
    • বন্দুক/শটগান/রাইফেল: ৫,০০০ টাকা
    • আর্থিক প্রতিষ্ঠান/ব্যাংক (লং ব্যারেল): ৫,০০০ টাকা
    • প্রতিষ্ঠান (লং ব্যারেল): ১০,০০০ টাকা
    • ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠান: ২০,০০০ টাকা
    • সেফ কিপিং: ৫,০০০ টাকা
  • অন্যান্য শর্তাবলী:
    • ধারাবাহিকভাবে ৫ বছরের অধিককাল নবায়ন না করা হলে লাইসেন্স বাতিল করা হবে।
    • প্রতিবার নবায়নের সময় লাইসেন্সধারীর সাক্ষাৎকার এবং শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করা হবে।
    • লাইসেন্সধারীর বয়স ৮০ বছরের বেশি হলে নবায়ন করা যাবে না।
    • আগ্নেয়াস্ত্র ক্রয় না করলে ৫ বছরের মধ্যে লাইসেন্স বাতিল হবে।

নবায়নের সময় প্রদর্শন করতে হবে:

  • লাইসেন্স
  • আগ্নেয়াস্ত্র এবং গুলি/কার্তুজ
  • থানা/সেফ কিপিং প্রতিষ্ঠানে জমা থাকলে জিডির কপি/জমার রশিদ (হালনাগাদ)

বিজ্ঞপ্তিতে দেখতে এখানে ক্লিক করুন