শুক্রবার ১৮ জুলাই, ২০২৫

‎কুমিল্লায় অভিনব কৌশলে মাদক পাচার, ফল গাছের আড়ালে মিলল গাঁজা

Drug smuggling in Comilla using innovative tactics, 6 kg of marijuana found hidden behind a fruit tree
ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে অভিনব পন্থ্যায় ফলজ গাছের আড়ালে গাঁজা পাচারকালে থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জুয়েল এর নের্তৃত্বে একটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এতে লিচু, পেঁয়ারা, লেবু ও জলপাইসহ ৬টি গাছের চারার মূলের সাথে পেঁচানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি চালক দৌঁড়ে পালিয়ে গেলেও সিএনজি জব্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, সহকারি পুলিশ সুপার মোঃ শাহিন এর নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় ও থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জুয়েল এর নের্তৃত্বে ও সঙ্গীয় ফোর্স আমানউল্লাহ ও নুর মোহাম্মদ এর সহায়তায় মাদকবিরোধী অভিযানে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় একটি সিএনজি অটোরিক্সা ফলজ গাছের চারা পরিবহনের সময় গাড়ির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি ড্রাইভার সিএনজি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

এসময় সিএনজির ভেতর থেকে ৬টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারার মূলের সাথে পেঁচানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে সিএনজি জব্দ করা হয়। থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন গাঁজা উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন