বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের বুধবার ২য় দিনে কুমিল্লায় নগরীর জনজীবন ছিল স্বাভাবিক। মহাসড়কের যান চলাচল ছিল স্বাভাবিক। তবে ঢাকা ও চট্টগ্রামের মহাসড়কে যাত্রীবাহী বড় বাস চলাচল ছিল কম। পন্যবাহী যানবাহন ট্রাক-লরি কাভার্ডভ্যান চলেছে স্বাভাবিক দিনের মতোই।
এদিকে, মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি’র নির্দেশে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও দিবারাত্রি মহড়া দিচ্ছে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সরজমিনে ঘুরে দেখা যায়, বুধবার সকাল ৭ টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সৈয়দপুর, আলেখারচর বিশ্বরোড, ঝাগুরজুলি, কোটবাড়ি নন্দনপুর বিশ্বরোড, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নেয় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা।
গাড়ী চালক ও হেলপারদের সাথে কথা বলে জানা যায়, সড়কে নিরাপদে গাড়ী চালিয়ে আসতে পেরে আওয়ামী লীগ নেতাকর্মীদের তারা ধন্যবাদ জানান।
গাড়ী চালক ও হেলপাররা আরও বলেন, “আওয়ামী লীগ নেতাকর্মীদের মহাসড়কে দেখে আমাদের সাহস বেড়ে গেছে এজন্য নির্ভয়ে অবরোধ চলাকালীন সময়ে গাড়ী চালাতে পারছি।”