জানুয়ারি ২১, ২০২৫

মঙ্গলবার ২১ জানুয়ারি, ২০২৫

কুমিল্লায় অনুমোদনহীন পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

Sale of unauthorized products in Comilla, two companies fined 50 thousand rupees
ছবি: সংগৃহীত

অনুমোদনহীন কসমেটিক্স, প্রসাধনীসামগ্রী এবং শিশু খাদ্য বিক্রির অভিযোগে কুমিল্লা মহানগরীতে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সহযোগিতায় ছিলেন কুমিল্লা বিএসটিআই।

গতকাল সোমবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম শাহীন আক্তার শিফার এ আদালত পরিচালনা করেন। সহযোগিতায় ছিল কুমিল্লা বিএসটিআই।

এ বিষয়ে বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ জানান, ‘নগরীর নজরুল এভিনিউ রানিরবাজার সড়কে হোমস্টপ নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া আমদানি করা বিভিন্ন খাদ্য পণ্য বিক্রি ও বিতরণ করার দায়ে মালিককে ২৫ টাকা জরিমানা করা হয়েছে।’

অপরদিকে নগরীর কান্দিরপাড়-লাকসাম রোড এলাকায় টপ টেন মার্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে পণ্যের গুণগতমান সনদ ও ছাড়পত্র ছাড়া শ্যাম্পু, ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনীসামগ্রী বিক্রি-বিতরণ করার দায়ে মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

এসময় বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা ইকবাল আহাম্মদ, আরিফ উদ্দিন প্রিয়সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।