কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাইন্স ক্লাবের দ্বিতীয় জাতীয় বিজ্ঞান ফেস্টের পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) দুপুর ৩ টায় বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়েজন করা হয়।
জনি সরকারের সভাপতিত্বে ও আজহার উদ্দিনের সঞ্চালনায় কুবি উপাচার্য ড. মো: হায়দার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ, প্রকৌশল অনুষদের ডিন ড. মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জামাল নজরুল ইসলাম রিচার্স সেন্টারের গণিত ও পদার্থ বিজ্ঞানের ডেপুটি রেজিস্ট্রার এবং বিজ্ঞান লেখক শরিফ মোহাম্মদ সিদ্দিকী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিজ্ঞান ক্লাবের মডারেটর এবং ছাত্র পরিচালক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো.আব্দুল্লাহ আল মাহবুবসহ বিজ্ঞান অনুষদের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন স্কুল থেকে আগত বিজয়ী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৮ ক্যাটাগরিতে ১২০ ব্যক্তি ও দলকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, "বিজ্ঞানকে ভালোবাসতে হলে প্রকৃতিতে ভালোবাসতে হবে। প্রকৃতির সাথে কাজ করতে গিয়ে উপলব্ধি থেকে মানুষ নতুন কিছু আবিষ্কার করা শিখেছে। কাজ করতে করতে নতুন কিছু তৈরি হয়। যা সভ্যতার জন্য বয়ে আনে আর্শীবাদ। সর্বোপরি উদ্ভাবনের কোনো বিকল্প নেই।"
প্রক্টর অধ্যাপক ড. মো.আবদুল হাকিম বলেন, "আজকে ছোট বাচ্চারা মোবাইল ছাড়া বসে আছে দেখে ভালো লাগছে। হাঁটিহাটি পা করে তোমরা এক দিন আইনস্টাইন হবে।"
প্রধান অতিথি উপাচার্য ড. মো: হায়দার আলী বলেন, "বর্তমানে জগৎ পাল্টে গেছে। পুরোনো চিন্তা-চেতনা থেকে বের হতে হবে। বাচ্চাদের গেমস না শিখিয়ে পাইথন শেখাতে হবে। তাদের আধুনিক জিনিস শেখাতে পারলে নতুন অনেক কিছু আবিষ্কার করতে পারবে। বর্তমানে হাতের কাছে সব কিছু আছে। গ্রাম শহর স্থান কোনো ফ্যাক্ট না।"
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC