
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের অধীনে পরিচালিত ল্যাঙ্গুয়েজ ক্লাব অব অ্যানথ্রোপলজির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদনান সাইফ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তার।
মঙ্গলবার (৮ জুলাই) নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামিমা নাসরিন এবং বিভাগের প্রভাষক অমিত দত্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। একই বিজ্ঞপ্তিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে