কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল দশটায় বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব আল-আমিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সতেরো তম আবর্তন শিক্ষার্থীদের বরণ করা নেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দশম ও এগারো তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। দশম আবর্তনের পক্ষে সংগঠনের সাবেক সভাপতি রাসেল মাহমুদ ভূঁইয়া ও এগারো তম আবর্তনের পক্ষে মাহমুদুল হাসান রাশেদ বিদায়ী ক্রেস্ট গ্রহণ করেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল মাজেদ পাটোয়ারী ও ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC