ডিসেম্বর ৪, ২০২৪

বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪

কুবির বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সবুজ, সম্পাদক খাদিজা

Rising Cumilla - Cumilla University Burichong-Brahmanpara Students Association new President Sabuj, Secretary Khadija
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী হাছিবুল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই ব্যাচের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজা আক্তার।

বুধবার (৪ ডিসেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক তাহারাতবির হোসেন পাপন মিয়াজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির সহ সভাপতি পদে নিয়ামত উল্লাহ এবং নূর মোহাম্মদ , যুগ্ম সাধারণ সম্পাদক পদে আফরাজ আহমেদ , ফয়সাল আহমেদ , আবদুল্লাহ আল আসাদ , আব্দুল্লাহ আল নোমান , মোজাহিদুল ইসলাম ,গাজী ছাব্বির প্রমুখ। সাংগঠনিক সম্পাদক পদে মো. পলাশ হাসানসহ ৯ জন দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে মো. সাজিদুর রহমান। অর্থ সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম ইমন। প্রচার সম্পাদক পদে ফয়সাল আহম্মেদ, উপ-প্রচার সম্পাদক পদে হাসিন ইশরাক মিরাজ। ক্রীড়া সম্পাদক পদে ইব্রাহিম ও মেহরাজ সামি। এছাড়াও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হিসেবে মো. ফয়সাল খান , সুমাইয়া আখন্দ তন্নি এবং মাসুমা আক্তারসহ মোট ৪২ জন সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, আগামী এক বছর নতুন এ কমিটি কার্যক্রম পরিচালনা করবে।