কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগে শিক্ষক সংকট নিরসন ও দ্রুত নিয়োগের দাবিতে এ প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার (৩ আগস্ট) সকাল ১১ থেকে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ফার্মেসি বিভাগে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে। অ্যাকাডেমিক কার্যক্রম ঠিকভাবে পরিচালিত না হওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
নাজমুল হুদা শাওন বলেন, 'আমরা বিগত চারমাস থেকেই ফার্মেসি বিভাগের শিক্ষক নিয়ে কয়েকবার স্মারকলিপি দিয়েছিলাম,তারপর আমরা বিভাগের সকল শিক্ষার্থী মানববন্ধন করেছি। গত ২১শে জুলাই, ভিসি স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন ৩১শে জুলাইয়ের মধ্যে ইউজিসি থেকে আমাদের আমাদের শিক্ষক নিয়োগের সুনির্দিষ্ট সার্কুলারের ব্যবস্থা করবেন। কিন্তু আজ ৩ই আগস্ট (রবিবার), এখনো আমাদের শিক্ষক নিয়োগের কোনো বিজ্ঞপ্তি আসে নাই। এজন্য আজকে আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছি।'
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দ্রুত বিভাগে শিক্ষক নিয়োগের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় চিঠিও প্রদান করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
আমরা শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক মনে করি, তবে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার মতো স্বৈরাচারী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্দোলনের একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে, যা তারা অনুসরণ করছে না। বর্তমানে আমাদের অতিথিদের বের হতে দেওয়া হচ্ছে না। তাদের আচরণ স্বৈরাচারী সময়ের ছাত্রলীগের মতো আচরণ। শিক্ষক নিয়োগ বিষয়ে আগামী বুধবারের মিটিংয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও তালাবদ্ধ কর্মসূচি অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, এর আগে শিক্ষক নিয়োগের দাবিতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন, ভিসি বরাবর স্মারকলিপি প্রদান, বিভাগের কক্ষে তালা দেওয়া হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC